Health

1 year ago

Cloud Clinic in Nabanna : এবার নবান্নে করা যাবে প্রেগন্যান্সি টেস্ট, জেন নিন সব তথ্য ও নিয়মাবলী

Nabanna (File Picture)
Nabanna (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নবান্নে চালু হতে চলেছে ক্লাউড ক্লিনিক হেলথ কিয়স্ক।এর মাধ্যমে ৫০ টিরও বেশি টেস্ট করা যাবে একই জায়গায়। 

কোভিড অ্যান্টিজেন ও অ্যান্টিবডি, ওয়েট, টেম্পারেচার, ব্লাড প্রেশার, চক্ষু পরীক্ষা, ম্যালেরিয়া, ডেঙ্গি, টাইফয়েড, হেপাটাইটিস বি ও সি, চিকুনগুনিয়া, রক্তে শর্করা, বিলিরুবিন, ক্রিয়েটিনিন, মাইক্রোঅ্যালবুমিন, লিউকো সাইটস,পিএইচ, প্রোটিন, নাইট্রেট, গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন-সহ ডিজিট্যাল হেলথ রেকর্ড বিএমআই। করা যাবে প্রেগন্যান্সি টেস্টও। 

এই ক্লাউড ক্লিনিকে থাকছে ব্যাটারি। একবার চার্জ দিলে চলবে ৪৮ ঘণ্টা। ফলে বিদ্যুৎ না থাকলেও সমস্যার কিছু নেই। আপাতত নবান্নে এই ক্লাউড ক্লিনিক হলেও পরবর্তীতে এসএসকেএম, কলকাতা পুরসভা-সহ একাধিক জায়গায় বসানোর পরিকল্পনা চলছে।

পরীক্ষার পরই রোগীর হোয়াটসঅ্যাপে পিডিএফ ফরম্যাটে পৌঁছে যাবে রিপোর্ট। এছাড়া থার্মাল প্রিন্টারের মাধ্যমে মিলবে ছাপানো রিপোর্ট।

You might also like!