Health

2 months ago

Orange Seeds: কমলালেবুর বীজ ফেলবেন না, এটি প্রচুর উপকারের উৎস! জানুন গুণাবলী

Orange Seeds
Orange Seeds

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কমলা লেবুর গুনাগুন আমরা কমবেশি সকলেই জানি। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কমলালেবুর বীজ সুস্বাস্থ্যের জন্য বেশ কার্যকরী। আমাদের শরীরের ক্লান্তি কাটাতে কমলালেবুর বীজ খুবই  উপকারী। শরীর চনমনে রাখতে ভরসা রাখতে পারেন এর বীজেও। যেখানে রয়েছে পালমিটিক, ওলেইক, লিনোলেইক অ‍্যাসিড। মানবদেহের প্রতিটি কোষ সচল রাখতে সাহায্য করে কমলালেবুর বীজ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শীতকালীন সংক্রমণ ঠেকাতে পারে কমলালেবুর বীজ। এতে রয়েছে ভিটামিন সি সহ ফাইবারের মতো প্রয়োজনীয় উপাদান। যা শরীরে রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায়। এছাড়াও এর আছে অন্যান্য গুন।কমলালেবুর বীজ শুকিয়ে গুঁড়ো করে তেলে মিশিয়ে নিলে আদর্শ শ্যাম্পুর কাজ করে। কমলালেবুর বীজ বেটে মুখের ব্রনোতে লাগলে দীর্ঘমেয়াদী উপকার পাওয়া যায়। 

You might also like!