Game

4 months ago

Virat Kohli: ১৭ বার খেলেও অধরা সেরার মুকুট, আইপিএল কি বিরাটের 'অধরা মাধুরী' হয়েই থাকবে?

Virat Kohli
Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শচীন তেন্ডুলকর পরবর্তী ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠ ব্যাটার কি কখনও আইপিল জিতবেন না? বিরাট কোহলির জীবনে কি আইপিএল হয়ে থাকবে এমন এক মাইলফলক, যা তিনি স্পর্শ করতে পারবেন না কখনও? সেই প্রশ্নের উত্তর দেবে সময়৷ এখনও কয়েক মরশুম নিশ্চয় আইপিএল খেলবেন তিনি। কিন্তু চলতি আইপিএল থেকে ছিটকে গিয়ে বিরাটের হতাশা বলে দিচ্ছে, ঠিক কতখানি মরিয়া ছিলেন তিনি এবারের আইপিএল চ্যাম্পিয়ন হতে।

সেই ২০০৮ থেকে আইপিএল খেলছেন বিরাট৷ প্রতি বছর মাঠে নামেন আরসিবি-কে চ্যাম্পিয়ন করতে। নিজেকে উজাড় করে দেন। রানও করেন নিয়মিত। কিন্তু দলীয় সাফল্য আসে না।

কোহলির মোট আইপিএল রান ৮০০০ -এর বেশি। যা এক অনন্য রেকর্ড। অন্য কোনও ব্যাটার ৭০০০ রানও করতে পারেননি৷ স্লো ব্যাটিংয়ের অভিযোগ উঠলেও

এই বছরও ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে আছেন কোহলি। অন্য কোনও ব্যাটার ৬০০ রানও করেননি। কিন্তু সে সবই ব্যক্তিগত সাফল্য। রেকর্ড বই বলছে, টিমকে একটিবারও আইপিএল জেতাতে পারেননি বিরাট।

চলতি আইপিএলে বেঙ্গালুরু পর পর পাঁচ ম্যাচ হেরে প্রথম দল হিসাবে ছিটকে যেতে পারত। তার পর টানা ছ’ম্যাচ জিতে প্লে-অফে উঠেছিলেন কোহলিরা। কিন্তু শেষরক্ষা হল না।

জাতীয় দলের মতো আইপিএলেও চূড়ান্ত সফল মহেন্দ্র সিং ধোনি। রোহিত শর্মাও মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। বিরাট কেন ব্যর্থ? তাহলে কি তাঁর আইপিএলে চ্যাম্পিয়ন্স লাকটাই নেই? প্রশ্ন অনেক। উত্তর অজানা৷


You might also like!