Game

3 months ago

T20 World Cup 2024: হাতের মধ্যে থাকা ম্যাচও হারতে হল, পাকিস্তানের হারের পিছনে কাজ করল কোন ৫ কারণ?

T20 World Cup 2024
T20 World Cup 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হারের মুখ থেকে কার্যত জয় ছিনিয়ে এনেছেন ভারতীয় বোলাররা। ১৯ ওভারে, মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। তবু পাকিস্তানের হাতের মধ্যে থেকে ম্যাচ বের করে আনেন ভারতীয় বোলাররা। আর কোন কোন কারণ কাজ করল ভারতের জয়ের পিছনে?

পাকিস্তানের বোলারদের সামনে কার্যত ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। রান আনতে পারেননি বিরাট, রোহিতরাও। সেইসময় ঋষভ পন্থের ব্যাটে আসে অমূল্য ৪২টি রান। এই রান না এলে ভারত ১০০ তুলতেও চাপে পড়ে যেত।

এত কম রান টার্গেট থেকেও, হাতের মধ্যে থাকা ম্যাচ হারতে হল পাকিস্তানকে। এর একটা বড় কারণ হতে পারে, পাক ক্রিকেটারদের প্ল্যানিং-এর অভাব।

বিশেষজ্ঞরা বারংবারই বলেন, পাক ভারত ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নায়বিক চাপ ধরে রাখা। যে ধরে রাখতে পারবে, সেই জিতবে। ভারতের জয়ের পিছনে এও একটা বড় কারণ।

৫ ওভারে ৩৭ রান দরকার তখন পাকিস্তানের, যা টিটোয়েন্টির ক্ষেত্রে খুব একটা কঠিন নয়। কিন্তু ডেথ ওভারে ভারতের বিধ্বংসী বোলিং-এর সামনে হার মানতে হয় পাকিস্তানকে।

ভারতের জয়ের পিছনে আরও একটি কারণ হল, পাকিস্তানকে কোনও লম্বা রানের জুটি গড়তেই দেয়নি ভারতীয় বোলাররা।


You might also like!