Game

1 week ago

Switzerland-Scotland: সুইজারল্যান্ড - স্কটল্যান্ড লড়াই অমিমাংসিত, শেষ ষোলোর পথে অনেকটা এগিয়ে গেল সুইসরা

Switzerland-Scotland battle unsettled, Swiss far ahead on the way to the last sixteen
Switzerland-Scotland battle unsettled, Swiss far ahead on the way to the last sixteen

 

কোলন, ২০ জুন: আক্রমণ-পাল্টা আক্রমণের জমাটি লড়াইয়ে স্কটল্যান্ড ও সুইজারল্যান্ডের ম্যাচ শেষ হল অমীমাংসিতভাবে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোলনে বুধবার রাতে এই ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছে। স্কট ম্যাকটমিনে স্কটিশদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন সুইজারল্যান্ডের জেরদান শাচিরি। পুরো ম্যাচে বল দখলে স্কটল্যান্ড সামান্য পিছিয়ে থাকলেও গোলের সুযোগ তারাই বেশি পেয়েছে। তাদের ১২টি শটের তিনটি ছিল লক্ষ্যে। আর সুইজারল্যান্ডের ১১ শটের চারটি ছিল লক্ষ্যে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই ম্যাচ অমীমাংসিত রেখে দ্বিতীয় স্থানে থাকল সুইজারল্যান্ড। স্কটল্যান্ডের পয়েন্ট ১। আর হাঙ্গেরি এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

You might also like!