Country

3 months ago

Delhi facing water problem: জল নিয়ে সমস্যা মিটলই না দিল্লিতে, নিজেদের দুর্দশার কথা জানালেন মহিলারা

Water problem not solved in Delhi, women told about their plight
Water problem not solved in Delhi, women told about their plight

 

নয়াদিল্লি, ২০ জুন: রাজধানী দিল্লিতে জলের জন্য রীতিমতো হাহাকার করছেন সাধারণ মানুষ। তীব্র গরমের মধ্যে জলের সঙ্কটে দুর্বিষহ অবস্থা দিল্লিবাসীর। সকালের দিকে ট্যাঙ্কারে জল এলেও, তা পর্যাপ্ত নয়। ট্যাঙ্কার থেকে জল সংগ্রহ করতে গিয়ে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে দিল্লিবাসীকে। এই পরিস্থিতিতে নিজেদের দুর্দশার কথা জানালেন মহিলারা। প্রত্যাশা রাখছেন দিল্লি সরকারের কাছে।

বৃহস্পতিবার সকালে দিল্লির ওখলা ফেজ-২ এলাকায় সঞ্জয় কলোনিতে জলের ট্যাঙ্কার পৌঁছলেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় মানুষের মধ্যে। কেউ বালতি, কেউ ড্রামে জল ভরতে থাকেন। মালতি দেবী নামে এক মহিলা জানিয়েছেন, "আমরা জল সংক্রান্ত অনেক সমস্যার সম্মুখীন হই। তরুণদের কাজে যেতে অসুবিধা হয়। কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসেনি। জলের ট্যাঙ্কার আসে কিন্তু পরস্পরের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। যে পাইপ পায় সেই শুধুমাত্র নিজেদের জন্য জল ভর্তি করে।"


You might also like!