বেঙ্গালুরু, ৪ জুন : দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান, আইপিএল ২০২৫-এ পঞ্জাবকে হারিয়ে ট্রফি ছিনিয়ে নিলো রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। গোটা বেঙ্গালুরু জুড়ে শুধু আরসিবি-র জয়ধ্বনি। ম্যাচ শেষে ক্যামেরাবন্দি হয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী অনুষ্কা শর্মার আবেগঘন মুর্হুর্তের ছবি। আরসিবি অনুরাগীরাও সংবাদমাধ্যমের সামনে ভাগ করে নিলেন আনন্দের মুহূর্ত। জয়ের উৎসবে মেতে উঠতে কেউ কর্মক্ষেত্রে ছুটি নিয়েছেন, কেউ দলকে এবং বিরাট কোহলিকে ট্রফি হাতে দ্রুত বেঙ্গালুরু ফেরার আর্জি জানিয়েছেন। পঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়লাভের পর এবার ট্রফি সমেত গুজরাট থেকে বেঙ্গালুরু পথে আরসিবি। বুধবার বেঙ্গালুরুতে আনন্দে মেতে ওটেন আরসিবি-র অনুরাগীরা। এক অনুরাগী বলেছেন, "আমি খুবই আনন্দিত। আমরা ১৮ বছর ধরে অপেক্ষা করছিলাম। জয় আরসিবি।"