Game

2 months ago

Rahul Dravid:বিশ্বজয়ের অতিরিক্ত 'বোনাস' নিতে অস্বীকার দ্রাবিড়ের,বদলে নতুন দাবির কথা শোনালেন প্রধান কোচ

Rahul Dravid
Rahul Dravid

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়। ১৩ বছরের শাপমুক্তি ঘটে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। রোহিত শর্মারা বিজয়কেতন ওড়ানোর পরেই নিজের এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি টাকা প্রাইজ মানি ঘোষণা করেছিলেন বোর্ড সচিব জয় শাহ।

সেই ১২৫ কোটি টাকা ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ-সহ অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলেই সূত্রের খবর। বিশ্বকাপের মূল দলে যে ১৫ জন ছিলেন, তারা পাচ্ছেন ৫ কোটি টাকা করে। হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্যও ওই ৫ কোটি টাকাই বরাদ্দ করা হয়।

রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচেদের থেকে বেশি উপহার মূল্য নিতে চান না। সেকারণে ৫ কোটি টাকার বদলে আড়াই কোটি টাকা নেবেন বলে বোর্ডের কাছে জানিয়েছেন তিনি।

শুধু এখনই নয়, এর আগেও ২০১৮ সালে মানবিক রাহুল দ্রাবিড়কে দেখা গিয়েছিল। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী টিমে রাহুল দ্রাবিড়ের জন্য বরাদ্দ ছিল ৫০ লাখ টাকা। এবং বাকিদের জন্য বরাদ্দ ছিল ২০ লাখ টাকা। সেই সময়ও রাহুল দ্রাবিড় সমানভাবে পুরস্কারমূল্য বণ্টনের দাবি করে এসেছিলেন।

You might also like!