Game

1 month ago

Former FIFA president Died : মারা গেলেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট

Issa Hayatou (symbolic picture)
Issa Hayatou (symbolic picture)

 

জুরিখ, ১০ আগস্ট  : প্রয়াত ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট ঈসা হায়াতু। তার বয়স হয়েছিল ৭৭ বছর। প্যারিসে অলিম্পিক আয়োজনের সময় হায়াতু মারা যান। ৯ আগস্ট শুক্রবার ফিফা সূত্রে খবরটি জানা গেছে। হায়াতু ২০১৫ সালে চার মাসের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, ফিফাকে দুর্নীতি বিরোধী সংস্কারের দিকে চালিত করতে ঈসার অবদান অনস্বীকার্য। তিনি একটি নির্বাচন আয়োজন করেন, যা ইনফ্যান্টিনোকে প্রেসিডেন্ট পদে বসায়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো একটি ইনস্টাগ্রাম পোস্টে ঈসা হায়াতুর মৃত্যুর কথা ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেছেন । তিনি বলেন , হায়াতু একজন উৎসাহী ক্রীড়া অনুরাগী ছিলেন। ইনফ্যান্টিনো বলেন, হায়াতু তার জীবন ক্রীড়া প্রশাসনের জন্য উৎসর্গ করেছিলেন। ফিফার পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। উল্লেখ্য,হায়াতু একটি বিশিষ্ট ক্যামেরুন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার ভাই সাদু ১৯৯১-৯২ সালে ক্যামেরুনের প্রধানমন্ত্রী ছিলেন। হায়াতু ২০১৬ সাল পর্যন্ত মোট ১৫ বছর ধরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যও ছিলেন।

You might also like!