Game

2 months ago

Durand Cup: ১৩৩তম ডুরান্ড কাপের প্রথম ম্যাচের দুদিন পর শুরু হবে প্র্যাকটিস, আগামী ২৯ জুলাই অনুশীলনে নামছে মোহনবাগান

MOHONBAGAN
MOHONBAGAN

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৯ জুলাই মোহনবাগান দিবস। সবুজ-মেরুন ভক্তদের কাছে আবেগের দিন। আর সেদিন থেকেই নতুন মরশুমের প্রস্তুতিতে নামছে মোহনবাগান। সোশাল মিডিয়ায় নোটিশ দিয়ে সেই খবর জানিয়ে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই কলকাতা ফুটবল লিগ শুরু হয়ে গিয়েছে। সেখানে যদিও জুনিয়র দলকে এখন খেলাচ্ছে সবুজ-মেরুন শিবির। ডেগি কার্ডোজোর কোচিংয়ে বহু আগে থেকেই তার প্র্যাকটিস শুরু করে দিয়েছিলেন রাজ বাসফোররা। এবার পালা সিনিয়র দলের যাদের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন ভক্তরা।

অবশেষে তার দিনক্ষণ ঘোষিত হল। সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, “নতুন সেশনের জন্য মোহনবাগান দিবসের পবিত্র দিন ২৯ জুলাই থেকে আমাদের প্রথম দল অনুশীলন শুরু করবে।” সেই সঙ্গে ক্যাপশনে জানানো হয়েছে “আপনাদের প্রিয় মেরিনার্সরা খুব দ্রুত ফিরতে চলেছেন।” পাশে রয়েছে ভালোবাসার সবুজ-মেরুন ইমোজি। 

মোহনবাগানের ঘোষণার পরই সোশাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস শুরু হয়েছে। আবার অনেকের মতে, বেশ কিছুটা দেরি করে প্রথম দলের প্র্যাকটিস শুরু হচ্ছে। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। কলকাতা,জামশেদপুর,শিলং,কোকঝাড় প্রমুখ জায়গায় হবে খেলা। প্রথমদিনই রয়েছে মোহনবাগানের ম্যাচ ডাউনটাউন হিরোসেস এফসির সাথে আর তার দুদিন পরে শুরু হচ্ছে প্রথম দলের প্র্যাকটিস। সেটা নিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন তুলছেন বহু অনুরাগীরা। নতুন মরশুমে কোচের ভূমিকায় দেখা যাবে হোসে মোলিনাকে। ইতিমধ্যেই রক্ষণ বিভাগে আলবার্তো রড্রিগ্রেজ, থমাস অলড্রেডকে সই করিয়েছে সবুজ-মেরুন শিবির। আসছেন ভারতীয় তারকা আপুইয়াও।  আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র মূলপর্বে নামবে মোহনবাগান।

You might also like!