Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Game

4 months ago

DC vs LSG, IPL 2025: স্বীকৃত টি-২০ তে ৬০০ ছক্কার কীর্তি গড়লেন নিকোলাস পুরান

Nicholas Pooran
Nicholas Pooran

 

কলকাতা, ২৫ মার্চ : আইপিএলে সোমবার রাতে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ ছক্কা ও ৬ চারে ৩০ বলে ৭৫ রানের ইনিংস খেলে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। ৫৯৯ ছক্কা নিয়ে ম্যাচটি খেলতে নামেন তিনি। ৩৫৯ ইনিংসে তাঁর ছক্কা এখন ৬০৬টি। এর ফলে চতুর্থ ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-২০ তে ৬০০ ছক্কা মারার কীর্তি গড়েছেন পুরান। আগের ৩ জন হলেন তাঁরই দেশের ক্রিকেটার ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। ৪৫৫ ইনিংসে এক হাজার ৫৬ ছক্কা নিয়ে চূড়ায় আছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। ৬১৭ ইনিংসে ৯০৮ ছক্কা নিয়ে দুইয়ে কাইরন পোলার্ড আর ৪৬৬ ইনিংসে ৭৩৩ ছক্কা নিয়ে তিনে আছেন আন্দ্রে রাসেল। এই ৪ জনের পর ৪৯০ ইনিংসে ৫৫২ ছক্কা নিয়ে পাঁচে আছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান আলেক্স হেলস। আইপিএলে ৭৭ ম্যাচে পুরানের ছক্কা হল ১৩৪টি। এবারের মেগা নিলামের আগে ২১ কোটি টাকাতে পুরানকে ধরে রেখেছে লখনউ সুপার জায়ান্টস।

You might also like!