মাদ্রিদ, ২০ ফেব্রুয়ারি : প্লে-অফের দ্বিতীয় লেগে বুধবার রাতে ৩-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিক করলেন এমবাপে আর সিটির হয়ে একটি গোল করেছেন নিকো গনসালেস। আর এর ফলে দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে এগিয়ে থেকে শেষ ষোলোয় জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ। আর্লিং হলান্ড, কেভিন ডে ব্রুইনরা না খেলার সত্বেও এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে পাত্তাই পেল না ম্যানচেস্টার সিটি। বলতে গেলে সিটিকে একাই হারিয়ে দিলেন কিলিয়ান এমবাপে।
চতুর্থ মিনিটেই মিনিটেই গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ডি-বক্সের বাইরে থেকে হেডে বল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন সিটির রুবেন দিয়াস। সেই বল পেয়ে বুদ্ধিদীপ্ত শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে। পঞ্চদশ মিনিটের পরই রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে দারুণ ডজে ইয়োশকো ভার্দিওলকে এড়িয়ে গতিময় শটে দলকে ২-০তে এগিয়ে দেন এমবাপে।
৫৭ মিনিট পর ডি-বক্সে ঢুকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এমবাপে। করেন হ্যাটট্রিক। ঝাঁপ দিয়েও বলের নাগাল পাননি সিটি গোলরক্ষক। চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হ্যাট্রটিক করলেন এমবাপে। আর চলতি আসরে তিনি করলেন সাত গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মরসুমে এটি ফরাসি ফরোয়ার্ডের ২৮তম গোল হয়ে গেল। সিটির গোলটি আসে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। গোলটি করেন গনসালেস।