Game

4 months ago

Mamata on 6th Pay Commission DA Hike: 'অনেক বাড়বে', বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর, ভোটের মাঝে ডিএ নিয়ে ঘোষণা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্য বাজেটের সময় সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে। মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা ছিল। তবে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মাঝে মমতার ডিএ ঘোষণার ফলে লাভবান হবেন রাজ্যের কয়েক লাখ সরকারি কর্মী।  

সম্প্রতি মেদিনীপুরের এগরার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা বলেছিলাম, বাজেটে বলা আছে, ১ মে থেকে ৪ শতাংশ ডিএ, পে কমিশনের টাকাটা দেওয়া হবে। ১ মে মানে আসলে টাকাটা আপনারা হাতে পাবেন ১ জুন। অঙ্ক তাই বলে। কিন্তু আমি তো আপনাদের দিদি হই। আমি আলোচনা করে ঠিক করেছি, আমরা ১ মে থেকে টাকাটা দেব না। ১ মে এর বদলে এটা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।' 

মমতা বলেন, '১ জুনে গিয়ে এই টাকাটা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। এপ্রিলের বেতনের সঙ্গে যে বাড়তি ডিএ-র টাকাটা পাওয়ার কথা, তাও সেদিন পেয়ে যাবেন। এবার সরকারি কর্মীরা খুশি তো? এক মাসে তাহলে বাড়তি হল, কত হল? অনেক বাড়বে। সবার মুখে হাসি থাকুক আমি এটুকুই চাই। আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করে দেব।' 

You might also like!