Game

6 hours ago

CAFA Nations Cup 2025: জয় দিয়ে শুরু খালিদের, নেশনস কাপে তাজিকিস্তানকে হারালো ভারত

Khalid Jamil
Khalid Jamil

 

কলকাতা, ৩০ আগস্ট: শুক্রবার ২০২৫ সালের কাফে নেশনস কাপে উচ্চতর র‍্যাঙ্কিংয়ের তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়ে খালিদ জামিল ভারতের (পুরুষ) প্রধান কোচ হিসেবে তার দায়িত্ব শুরু করেছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ব্লু টাইগার্সের হয়ে আনোয়ার আলী এবং সন্দেশ ঝিংগান গোলটি করেন এবং স্বাগতিক দলের হয়ে শাহরোম সামিয়েভ একটি গোল করেন। প্রায় দুই বছরের মধ্যে এটি ছিল বিদেশের মাটিতে ভারতের প্রথম জয়, শেষ জয়টি এসেছিল ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে কুয়েতের বিপক্ষে। কোচ হিসাবে নিজের প্রথম ম্যাচ জিতলেন খালিদ জামিল। কাফা নেশনস লিগে তাজিকিস্তানকে ২-১ গোলে হারাল ভারত। গোল করলেন আনোয়ার আলি ও সন্দেশ জিঙ্ঘন। তবে পেনাল্টি বাঁচিয়ে এই জয়ের নায়ক ভারতের অধিনায়ক গুরপ্রীত সিংহ সান্ধু।

You might also like!