Game

2 months ago

Euro Cup clash : মঙ্গলবার ইউরো কাপে দুই হেভি ওয়েটের লড়াই

France and Spain (symbolic picture)
France and Spain (symbolic picture)

 

মিউনিখ, ৯ জুলাই ঃ মঙ্গলবার মিউনিখের প্রথম সেমি ফাইনালে ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এবারের ইউরোতে স্পেনের সামনে রয়েছে এককভাবে ইউরোতে সর্বোচ্চ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। আর ২৪ বছরের খরা কাটিয়ে এবার মুকুট ফিরে পেতে মরিয়া ফ্রান্স। কিন্তু ফ্রান্স এবার খুব একটা ভাল খেলতে পারছে না।কারন জিততে হলে চাই গোল। সেটাই তারা করতে পারছে না। চলতি আসরে এখনও পর্যন্ত ‘ওপেন-প্লে’ থেকে গোল পায়নি ফরাসিরা। আক্রমণভাগের মূল তারকা ও অধিনায়ক কিলিয়ান এমবাপে এপর্যন্ত একবারই জালের দেখা পেয়েছেন পোল্যান্ড ম্যাচে, সেটা আবার পেনাল্টি থেকে। ফেভারিট দলগুলোর মধ্যে এবার ইউরো থেকে বিদায় নিয়েছে জার্মানি। ফ্রান্স ফেভারিট–এর তালিকায় থাকলেও তাদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। এখনও তারা নিজেদের পারফরম্যান্স মেলে ধরতে পারেনি। তাই দেশমের দলের সামনে মঙ্গলবার কঠিন পরীক্ষা। গত ১২ বছরের মধ্যে ইউরোতে তাদের সেরা সাফল্য ২০১৬ সালে নিজেদের মাঠে ফাইনাল খেলা, সেবার পর্তুগালের বিপক্ষে হেরেছিল তারা।

এবার কোয়ার্টর-ফাইনালে পর্তুগালকে হারিয়ে ফ্রান্স ‘মধুর প্রতিশোধ’ নিলেও তারা জিতেছিল টাইব্রেকারে। কিন্তু ওই ম্যাচে তাদের প্রধান তারকা এমবাপে গোল পায়নি। সুতরাং গোল না পাওয়ার ব্যাপারটা চিন্তায় রেখেছে ফ্রান্সকে। এদিকে টুর্নামেন্টের সেরা দল স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেরা চারে উঠে এসেছে স্পেন। টানা পাঁচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামা স্পেনের বিরুদ্ধে ফ্রান্সকে একটা অগ্নিপরীক্ষা দিতে হবে। ফাইনালে ফ্রান্সকে যেতে হলে এমবাপে, গ্রিজমানদের মঙ্গলবার ভালো পারফর্মেন্স দেখাতে হবে। কারণ ফ্রান্স ম্যাচের জন্য যে দল পুরোপুরি প্রস্তুত, সে বার্তা প্রত্যয়ী কণ্ঠে দিয়েই রেখেছে স্পেন।

You might also like!