Game

3 hours ago

Hockey India Awards: হরমনপ্রীত ও সবিতা পুরুষ এবং মহিলা হকি ইন্ডিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন

Harmanpreet Kaur & Savita Punia
Harmanpreet Kaur & Savita Punia

 

নয়াদিল্লি, ১৬ মার্চ : সপ্তম হকি ইন্ডিয়া বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং ভারতীয় হকির ১০০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হল শনিবার রাতে। এই অনুষ্ঠানে ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং সিনিয়র গোলরক্ষক সাবিতা পুনিয়া যথাক্রমে পুরুষ এবং মহিলা বিভাগে হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ভারতকে টানা দ্বিতীয় ব্রোঞ্জ পদক এনে দিয়েছিলেন হরমনপ্রীত। আর তিনি টোকিও গেমসের ব্রোঞ্জ পদকজয়ী দলেরও সদস্য ছিলেন। আর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের কাছাকাছি পৌঁছেও সবিতার ব্রোঞ্জ পদক জেতা হয়নি। তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে হেরে গিয়েছিল সবিতারা।

তবে সবিতা পুনিয়ার জন্য এটি ছিল দ্বিগুণ উদযাপন। কারণ তিনি ২০২৪ সালে হকি ইন্ডিয়া বলজিৎ সিং বর্ষসেরা গোলরক্ষক পুরস্কার জিতেছিলেন। অভিষেক বর্ষসেরা ফরোয়ার্ড, হার্দিক সিং বর্ষসেরা মিডফিল্ডার ও অমিত রুইদাস বর্ষসেরা ডিফেন্ডারের পুরস্কার পেয়েছেন। আর অরাইজিত সিং হুন্ডাল বর্ষসেরা খেলোয়াড় (পুরুষদের অনূর্ধ্ব-২১) জিতেছেন, আর দীপিকা মহিলাদের অনূর্ধ্ব-২১ বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। অনুষ্ঠানে ১৯৭৫ সালের পুরুষদের বিশ্বকাপ জয়ী দলকে মেজর ধ্যানচাঁদ আজীবন সম্মাননাও প্রদান করা হয়।

You might also like!