Game

4 weeks ago

Mohun Bagan football club : বৃহস্পতিবার এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাব মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস

Mohun Bagan (symbolic picture)
Mohun Bagan (symbolic picture)

 

কলকাতা, ১৪ আগস্ট : ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত মোহনবাগান দল এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাবগুলির মধ্যে একটি। ১৯৮৯ সালের ১৫ আগস্ট ভূপেন্দ্রনাথ বসুর সভাপতিত্বে উত্তর কলকাতার তিনটি বিশিষ্ট বাঙালি পরিবার- মিত্র পরিবার, বসু পরিবার এবং সেন পরিবার -এর তৎপরতায় মোহনবাগান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়। মোহনবাগানই প্রথম ভারতীয় দল যারা একটি ইউরোপীয় দলকে পরাজিত করেছিল ১৯১১ সালে। সেবার আইএফএ শিল্ডে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে পরাজিত করে। ১৯৮৯ সালে ক্লাবের প্রতিষ্ঠা-শতবর্ষ উপলক্ষে ভারত সরকার ১৯১১ সালের এই জয়ের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে।

এশিয়ার প্রাচীনতম এই ক্লাবটি প্রতিষ্ঠাকাল থেকে এখনও পর্যন্ত খেলাধূলার জগতে অসংখ্য সাফল্য পেয়ে এসেছে। তাই মোহনবাগানকে ভারতের সফলতম দলগুলির অন্যতম দল হিসেবে গণ্য করা হয়। এই ক্লাব একাধিকবার ফেডারেশন কাপ, রোভার্স কাপ, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, জাতীয় ফুটবল লিগ, আই-লিগ ও কলকাতা ফুটবল লিগ জয় করেছে।মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রধান প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। এই ফুটবল ক্লাবের সঙ্গেই কলকাতা ডার্বিতে অংশগ্রহণ করে তারা। এই মোহনবাগান ক্লাব বর্তমনে ভারতের জাতীয় ক্লাব।


You might also like!