Game

2 hours ago

FIFA Ticket Price Cut: তোপের মুখে টিকিটের দাম কমালো ফিফা,এই টিকেটের প্যাকেজকে ‘সাপোর্টার এন্ট্রি টিয়ার’ নাম দিয়েছে ফিফা

FIFA Club World Cup 2026
FIFA Club World Cup 2026

 

দোহা, ১৮ ডিসেম্বর : আগামী বিশ্বকাপের টিকিটের চড়া মূল্য এবং স্থানভেদে তা আরও বেশি হওয়ায়, গত কয়েকদিন ধরে নানারকম কথা শুনতে হয়েছে ফিফাকে। এমনকি প্রতারণার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। বাড়তে থাকা মানুষের ক্ষোভ কিছুটা প্রশমন করতে নতুন উদ্যোগ বুধবার নিয়েছে ফিফা। ঠিক হয়েছে প্রতি ম্যাচেই কিছু টিকিট ছাড়া হবে, যার মূল্য হবে ৬০ ডলার। সাশ্রয়ী মূল্যের এই টিকিটের প্যাকেজকে ‘সাপোর্টার এন্ট্রি টিয়ার’ নাম দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। ম্যাচ-প্রতি এই টিকিটের সংখ্যা অবশ্য খুব বেশি নয়। তবে আসরের ফাইনালসহ ১০৪টি ম্যাচেই এই টিকিট নিয়ে ম্যাচ দেখতে পারবে দর্শকরা। ক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতেই কিছু টিকিটের মূল্য কমানোর এই উদ্যোগ নিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাকে যে টিকিট দেওয়া হবে, তার ১০ শতাংশ থাকবে এই কম দামের ক্যাটাগরিতে।

You might also like!