Game

1 week ago

European Championship:ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: হাঙ্গেরিকে হারিয়ে শেষ ষোলোয় জার্মানি

Germany beat Hungary in last 16
Germany beat Hungary in last 16

 

স্টুটগার্ট, ২০ জুন : জার্মানির জয়ে বড় ভূমিকা রাখলেন জার্মান অধিনায়ক ইলকাই গিনদোয়ান। আর এই জয়ে শেষ ষোলোয় জার্মানি পৌঁছে গেল।

স্টুটগার্টে বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানি। জার্মানির হয়ে জামাল মুসিয়ালা এগিয়ে নেন দলকে। ওই গোলে অবদান রাখা অধিনায়ক ইলকাই গিনদোয়ানও নিজে করেন দ্বিতীয়টি গোলটি।

বড় টুর্নামেন্টে এই দুই দল চারবার মুখোমুখি লড়াইয়ে গোল হল মোট ২২টি। ১৯৫৪ বিশ্বকাপে গ্রুপ পর্বে পশ্চিম জার্মানিকে ৮-৩ গোলে গুঁড়িয়ে দিয়েছিল হাঙ্গেরি। তবে সেবার শক্তিশালী হাঙ্গেরিকে ফাইনালে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছিল জার্মানরা।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে গেল জার্মানি। চার তৃতীয় সেরা দলের একটি হিসেবে নকআউটে যাওয়া নিশ্চিত হল তাদের। তবে শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব 'এ' যাওয়ার সুযোগ জার্মানির এখনও আছে।


You might also like!