Game

13 hours ago

Crystal Palace 2-1 Liverpool: ইংলিশ ফুটবল,লিভারপুলকে হারিয়ে দিল ক্রিস্টাল প‍্যালেস

Crystal Palace 2-1 Liverpool,English football
Crystal Palace 2-1 Liverpool,English football

 

লন্ডন, ২৮ সেপ্টেম্বর: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুল আসরে প্রথম হারের স্বাদ পেল ক্রিস্টাল প‍্যালেসের মাঠে। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার জমজমাট লড়াইয়ে ২-১ গোলে হেরেছে লিভারপুল। চলতি আসরে আর্না স্লটের দলের এটাই প্রথম হার। নবম মিনিটে প‍্যালেসকে এগিয়ে নেন ইসমালিয়া সার। ৮৭ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান চিয়েসা। যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল করেন এনকেটিয়া। এর ফলে ২-১এ জয় পায় প্যালেস। ম‍্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এলো আসরের একমাত্র অপরাজিত দল প‍্যালেস। তিন জয়ের সঙ্গে তিনটি ড্র করেছে তারা।

You might also like!