Game

13 hours ago

La Liga: রোমাঞ্চকর জয় তুলে নিল আতলেতিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে

Julian Alvarez scores Atletico's third goal from the penalty spot
Julian Alvarez scores Atletico's third goal from the penalty spot

 

মাদ্রিদ, ২৮ সেপ্টেম্বর: ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার লা লিগার ম্যাচে ৫-২ গোলে জিতেছে দিয়েগো সিমেওনের দলআতলেতিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। সেই সঙ্গে মরসুমে প্রথম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। হবাঁন লু নহমাঁর গোলে পিছিয়ে পড়ার পর, কিলিয়ান এমবাপে ও আর্দা গিলেরের গোল করে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরান আলেকসান্দার সরলথ। দ্বিতীয়ার্ধে পুরোটা সময় কোণঠাসা হয়ে থাকা রিয়ালের জালে জোড়া গোল করেন হুলিয়ান আলভারেস। তাদের শেষ গোলটি করেন অঁতোয়ান গ্রিজমান। পুরো ম্যাচে বল পজেশনে এগিয়ে থাকলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি রিয়াল। ছয়টি শট নিয়ে ওই গোলের দুটিই লক্ষ্যে ছিল তাদের। আতলেতিকো ১৩ শটের সাতটি লক্ষ্যে রাখতে পারে। সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই থাকছে শাবি আলোন্সোর দল। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। দাপুটে জয়ে লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কয়েক বছরের আধিপত্যও ধরে রাখল আতলেতিকো। লিগে এই নিয়ে টানা ছয়টি মাদ্রিদ ডার্বিতে অপরাজিত রইল তারা।

You might also like!