Game

6 months ago

Gautam Gambhir: কলকাতার মেন্টর হতে গম্ভীরের ঝুলিতে কত?

Gautam Gambhir (File Picture)
Gautam Gambhir (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২৪ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত ছন্দে শুরু করেছে। প্রথম দুটো ম্যাচেই তারা ছিনিয়ে এনেছে কাঙ্খিত জয়। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে তারা ৪ রানে হারিয়ে দিয়েছিল। আর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তারা ঘরের মাঠে (এম চিন্নাস্বামী স্টেডিয়াম) ৭ উইকেটে হারিয়ে দিয়েছিল। দলের এই সাফল্যে যারপরনাই খুশি সমর্থকরাও। তাঁরা মনে করেন, দলের মেন্টর হিসেবে গৌতম গম্ভীর যোগ দেওয়ার পর থেকেই কলকাতা নাইট রাইডার্সের ভোল এইভাবে বদলে গিয়েছে।

ইতিপূর্বে গৌতম গম্ভীরের নেতৃত্বে ২০১২ এবং ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা জয় করেছিল। এমনকী, লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবেও তিনি যথেষ্ট সাফল্য অর্জন করেছিলেন। একটা নতুন একটা দলকে পরপর ২ বছর প্লে-অফে তুলেছিলেন তিনি। আর এবার কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যোগ দেওয়ার পরই তিনি কেকেআর ব্রিগেডও সাফল্যের মুখ দেখতে শুরু করেছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কলকাতা নাইট রাইডার্স দলে গৌতম গম্ভীর কত টাকার বিনিময়ে যোগ দিয়েছেন?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা নাইট রাইডার্সের দলের মেন্টর হিসেবে যোগ দেওয়ার জন্য গৌতম গম্ভীর ঠিক কত টাকা নিয়েছেন, সেই ব্যাপারে স্পষ্ট করে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এটুকু জানা গিয়েছে যে কেকেআর ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান নাকি তাঁকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন। কিন্তু, সেই চেকে কত টাকার অঙ্ক গম্ভীর বসিয়েছেন, তা সকলের কাছে অজ্ঞাতই রয়ে গিয়েছে।

আগামী বুধবার (৩ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্স এবারের টুর্নামেন্টে তাদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে হবে কলকাতাকে। এবারের আইপিএল টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালস প্রথম দুটো ম্যাচে হেরে গেলেও, গত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে তারা হারিয়ে দিয়েছে। সেক্ষেত্রে তাঁদের আত্মবিশ্বাস যে অনেকটাই উপরের দিকে থাকবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। ফলে কলকাতা যদি দিল্লিকে হালকাভাবে নেয়, তাহলে বেকায়দায় পড়লেও পড়তে হতে পারে।

You might also like!