বুয়েনস আইরেস, ২৬ মার্চ : আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ নেমে যেতে হবে ব্রাজিল কোচ দরিভাল ম্যাচের আগে ভাবেনি। আর আর্জেন্টিনাও ভাবেনি এভাবে তারা চির প্রতিদ্বন্দ্বীকে হারাবে। বুয়েনস আইরেসের মনুমেন্তালে ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। ৪ টি গোল করেছে হুলিয়ান আলভারেস, এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তের ও জুলিয়ানো সিমেওনে। ম্যাচে ভিনিসিউস-রদ্রিগোকে খুঁজেই পাওয়া গেল না, রাফিনিয়া মাঝেমধ্যে কেবল জ্বলে ওঠার চেষ্টা করেছেন। মাঝ মাঠ ছিল একেবারেই বর্ণহীন।
বিপরীতে, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস,পাওলো দিবালাসহ নিয়মিত একাদশের আরও কয়েকজনকে বাদ দিয়েও বুধবার আর্জেন্টিনা ছিল দারুন আত্মবিশ্বাসী। তার ফলও পেল ডিফেনডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলার পুরোটা সময় একচ্ছত্র আধিপত্য দেখিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিল লিওনেল স্কালোনির দল। মাঠে নামার আগেই অবশ্য আর্জেন্টিনা বিশ্বকাপের যাওয়ার ছাড়পত্র পেয়ে গিয়েছিল। কারণ এদিন মাঠে নামার আগেই উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া গোলশূন্য ড্র করায় পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়ে জায়গা পাকা হয়ে যায় তাদের। এই নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জয় খরার তালিকাটা বেড়ে হল ৫ ম্যাচ, এর মধ্যে ৪ টিই হেরেছে তারা। আর্জেন্টিনার বিপক্ষে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ ম্যাচ জিতেছিল ২০১৯ সালের কোপা আমেরিকায়। ১৪ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৩১। আরেক ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করা ইকুয়েডর ২৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান ২১ পয়েন্ট নিয়ে পরের ৩ টি স্থানে আছে যথাক্রমে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে।