Game

1 month ago

Paris Olympics : জমে উঠেছে আমেরিকা ও চীনের মধ্যে শীর্ষে থাকার লড়াই

America and china (symbolic picture)
America and china (symbolic picture)

 

প্যারিস, ১০ আগস্ট : শেষ হয়ে এলো প্যারিস অলিম্পিক। আর শেষ বেলায় জমে উঠেছে শীর্ষস্থানে থাকার লড়াই আমেরিকা ও চীনের মধ্যে। পদকের লড়াইয়ে শুক্রবার শীর্ষে থাকা আমেরিকাকে ছুঁয়ে ফেলল চীন। দুটি দেশই এ পর্যন্ত ৩০টি করে সোনা জিতেছে। শুক্রবার ৫০০ মিটার ক্যানো ডাবল স্প্রিন্টে সোনা জেতেন চীনের জু শিজিয়াও ও সান মেনগ্যা জুটি। এর ফলে চীনের সোনা হয়ে যায় ৩০ টি। সোনা, রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ১০৩টি পদক জিতেছে আমেরিকা , ৭৪টি পদক চীনের। লড়াইটা হয়ে থাকে সোনা দিয়েই। সুতরাং আরেকটি সোনা জিতলেই আমেরিকাকে ছাপিয়ে যাবে চীন। আর সর্বমোট পদক জেতায় আমেরিকা , চীনের পর ৪৬টি পদক নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।

You might also like!