Game

6 months ago

Shreyas Iyer: ফের এড়ালেন এনসিএ! চোট নিয়েই রনজি থেকে কেকেআর শিবিরে শ্রেয়স

Shreyas Iyer (File Picture)
Shreyas Iyer (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চোট আতঙ্ক শ্রেয়স আইয়ারের। কোমরে ব্যথার জন্য জাতীয় দল থেকে সরে যাওয়ার পর রনজিতেও তাঁর কোমরে সমস্যা হয়। রনজি শেষ হওয়ার পর এখন IPL-এর ফোকাস নাইট অধিনায়কের। রনজি জিতে তাঁকে নাচতে দেখা গিয়েছে। তবে তাঁর চোট চিন্তার বিষয় ছিল। রনজিতে সাফল্যের পর এবার তিনি কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেবেন বলে খবর। KKR তাদের ক্যাম্প করতে কলকাতায় চলে এসেছে। এবার সেখানে যোগ দেবেন শ্রেয়স আইয়ার। এই খবর সামনে আসার পর ফের বিতর্কে জড়ালেন তিনি।

শ্রেয়স আইয়ার কোমরে সমস্যায় ভুগছিলেন। রঞ্জি ফাইনালের শেষ দুটো দিনে তিনি ফিল্ডিং করেননি। ব্যাটিংয়ের সময় তাঁকে সমস্যার মুখে পড়তে হয়। ৯৫ রান করে আউট হওয়ার পর তিনি ফিল্ডিং করেননি। মনে করা হয়েছিল তিনি চোট সারাতে NCA-তে যাবেন। তবে সেটা হচ্ছে না। সূত্রের খবর, শ্রেয়স KKR শিবিরে যোগ দিচ্ছেন।

২০২৩ সালের পুরো IPL খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর কোমরে সমস্যা ছিল। অস্ত্রোপচারের পর তিনি জাতীয় দলে কামব্যাক করেন ও বিশ্বকাপের দুর্দান্ত ফর্ম দেখান। এবার তিনি রনজি জিতলেন শেষ দুটো ম্যাচ খেলে। যদিও এরআগে বিতর্কে জড়ান তিনি। তবে তিনি পুরো ফিট না হলে কেন NCA-তে যাচ্ছেন না সেটা বড় প্রশ্ন।

তাঁর চোট নিয়ে শুরুর দিকে চিন্তা থাকলেও রিপোর্টে প্রকাশ, তাঁর চোটের উন্নতি হয়েছে। প্রথমে তাঁকে IPL-এর জন্য অনিশ্চিত ধরা হলেও তিনি KKR-এর হয়ে প্রথম ম্যাচ খেলতে পারবেন বলে মনে করা হচ্ছে। রিপোর্টে প্রকাশ, তিনি রনজি ফাইনালের দুটো দিন ফিল্ডিং করেননি সাবধানতার জন্য। যাতে আরও গুরুতর না হয় চোটটা।

তিনি যেহেতু কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্লেয়ার নন তাই তিনি NCA-তে গেলে তাঁকে বাড়তি টাকা দিতে হবে বা তাঁর খরচা বইতে হবে রাজ্য ক্রিকেট সংস্থাকে। এক্ষেত্রে তাঁর রাজ্য ক্রিকেট সংস্থার সুপারিশ দরকার। এটা তিনি কেকেআর শিবিরে থেকেই করবেন বলে ঠিক করেছেন। তিনি যেহেতু কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্লেয়ার নন তাই তাঁকে BCCI জোর করতে পারবে না NCA-তে যোগ দেওয়ার জন্য। তিনি যখন কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন তখন NCA-র রিপোর্টের জন্যই তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যেতে হয়, তখন তিনি রঞ্জি না খেলে KKR শিবিরে গিয়েছিলেন।

You might also like!