দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সান সেবাস্তিয়ানে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে থেমে গেল খেলা। রেফারি হোসে মারিয়া সানচেজ মার্তিনেজই খেলা থামালেন। কারণ, রিয়াল মাদ্রিদ অধিনায়ক ভিনিসিয়ুস জুনিয়র তাঁকে জানান, গ্যালারি থেকে রাউল আসেনসিওকে উদ্দেশ্য করে ‘আসেনসিও মরো’ স্লোগান শুনতে পেয়েছেন খেলোয়াড়েরা।
রেফারিকে তাই বাধ্য হয়েই স্পেনের ‘অ্যান্টি হেট প্রটোকল’ নিয়মের অধীন খেলা থামাতে হলো। এরপর স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল একটি বার্তা, যেটা লাউডস্পিকারেও পাঠ করে শোনানো হলো দর্শকদের, ‘বর্ণবাদী, জাতিগত–বিদ্বেষী ও অসহিষ্ণু স্লোগান দেওয়া যাবে না। দলকে সমর্থন দিন, প্রতিপক্ষকে সম্মান করুন।’
রিয়ালের ২২ বছর বয়সী সেন্টারব্যাক আসেনসিও সাম্প্রতিক সময়ে স্পেনের বিভিন্ন স্টেডিয়ামে তাঁর বিরুদ্ধে দর্শকদের স্লোগান শুনছেন। কিন্তু সে জন্য ম্যাচে খেলা থামানোর ঘটনা এই প্রথম। তাঁর বিরুদ্ধে দর্শকদের খেপে ওঠার কারণ একটি পুলিশি মামলা। রিয়ালের বয়সভিত্তিক দলের দুজন খেলোয়াড় অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের আপত্তিকর ভিডিও করেছিলেন, যেটা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার অভিযোগে মামলা এবং তদন্ত চলছে স্পেনের আদালতে আসেনসিওর বিরুদ্ধে।
রিয়াল সোসিয়েদাদের মাঠ রিয়াল অ্যারেনায় শেষ পর্যন্ত কোপা দেল রে সেমিফাইনাল প্রথম লেগের এ ম্যাচে রিয়াল ১-০ গোলে জিতেছে ঠিকই, তবে কার্লো আনচেলত্তির দলের জয় ছাপিয়ে আসেনসিওর এ ঘটনাই বেশি আলোচিত হচ্ছে। ১৯ মিনিটে প্রতি–আক্রমণ থেকে রিয়ালের হয়ে গোল করেন ১৮ বছর বয়সী স্ট্রাইকার এনদ্রিক।
ভিনিসিয়ুস দর্শকদের ‘আসেনসিও মরো’ স্লোগান নিয়ে অভিযোগ করার পর রেফারি সাইডলাইনে গিয়ে দুই দলের কোচ ও পুলিশ সদস্যদের বিষয়টি জানান। স্টেডিয়ামের লাউডস্পিকারে দর্শকদের সতর্ক করে দেওয়ার ঘোষণার সময় দুয়োধ্বনি শোনা যায় গ্যালারিতে। পরে দর্শকেরা ভিনিসিয়ুসকেও লক্ষ্যবস্তু বানান। স্পেনের সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সোসিয়েদাদের এক সমর্থক ব্রাজিল তারকাকে তাক করে বানরের অঙ্গভঙ্গি করেন।আসেনসিওকে বিরতির সময় তুলে নিয়ে লুকাস ভাসকেজকে নামান রিয়াল কোচ আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ভিনিসিয়ুস রেফারির সঙ্গে কথা বলেছে। এরপর নিয়ম মেনে রেফারি খেলা থামান, যেটা হওয়ার কথা ছিল।’ আসেনসিওকে তুলে নেওয়ার ব্যাখ্যায় আনচেলত্তি বলেছেন, ‘দুটি কারণে তাকে তুলে নিয়েছি। সে আক্রান্ত হয়েছিল এবং হলুদ কার্ড দেখেছে। স্টেডিয়ামে গ্যালারিতে নিজের নামে মরে যাওয়ার স্লোগান উঠবে, সেটা বোধ হয় কারোই ভালো লাগবে না। সে আক্রান্ত হয়েছে। সে অস্বস্তি বোধ করছিল, যেটা ম্যাচে প্রভাব ফেলতে পারে ভেবে তাকে তুলে নিয়েছি।’সোসিয়েদাদ ফরোয়ার্ড মাইকেল ওইয়ারসাবাল বলেছেন, ‘এই অপমানের শাস্তি হওয়া উচিত, আমরা এসব পছন্দ করি না...অন্যের কোনো কাজের নিন্দা জানানোর আরও অনেক পথ আছে। আমরা মনে করি না এটা সঠিক পথ।’
নিয়মিত খেলোয়াড়দের বেশ কয়েকজনকে এ ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন আনচেলত্তি। দাঁতের সমস্যার কারণে তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেসহ ফেদে ভালভার্দে ও থিবো কোর্তোয়াকে খেলাননি ইতালিয়ান এ কোচ। আরদা গুলের, ফ্রান গার্সিয়া ও এদুয়ার্দো কামাভিঙ্গাদের একাদশে সুযোগ করে দিয়েছিলেন। জুড বেলিংহামের পাস থেকে এক টাচে বলের নিয়ন্ত্রণ নিয়ে দ্বিতীয় শটে গোলটি করেন এনদ্রিক। চলতি মৌসুমে ২৫ ম্যাচে এ নিয়ে ৬ গোল হলো এনদ্রিকের। এর মধ্যে ৪ গোল করেছেন কোপা দেল রে-তে। ফিরতি লেগ রিয়ালের ঘরের মাঠে ১ এপ্রিল।