Game

6 months ago

Oleksandr Zinchenko:ফুটবল ছেড়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতে তৈরি আর্সেনালের ইউক্রেইন ফুটবলার

Oleksandr Zinchenko
Oleksandr Zinchenko

 

কিয়েভ, ৬ এপ্রিল : দু'দুটো বছর পেরিয়ে গেল। ইউক্রেন-রাশিয়ার সংঘাত চলছেই। সেই যুদ্ধ থামার লক্ষণ নেই। ইউক্রেনের অনেক ক্রীড়াবিদ দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। আর থাকতে পারলেন না আর্সেনালের ইউক্রেনিয়ান ফুটবলার ওলেক্সান্দার জিনশেঙ্কো। তার অনেক বন্ধুও এখন যুদ্ধক্ষেত্রে। এই ফুটবলার বলেছেন, প্রয়োজনে দেশের জন্য যুদ্ধে যেতে তৈরি।

ইউক্রেন সরকার সেনাদের বাধ্যতামূলক বয়স এখন ২৫ করেছে। অর্থাৎ এই বয়সীরাও এখন যুদ্ধে অংশ নিতে পারবেন। এই বিষয়টি উল্লেখ করে ২৭ বছর বয়সী জিনশেঙ্কো সম্প্রতি বলেছেন, ‘এটা পরিষ্কার একটা বার্তা। আমি যাব (যুদ্ধে)।’ দ্রুতই এর অবসান চান জিনশেঙ্কো। এই মিডফিল্ডার বলেছেন,'দেশকে আমি কীভাবে সাহায্য করতে পারি সে নিয়েই সব সময় চিন্তা ভাবনা করছি। ইউক্রেনিয়ান হওয়ার কারণে আমি অনেক গর্বিত। আমার একটা স্বপ্ন হলো, দ্রুত এই যুদ্ধ শেষ হবে।’

You might also like!