Game

3 months ago

Afghanistan face India: বৃহস্পতিবার সুপার এইটে ভারতের সামনে আফগানিস্তান, দুই পক্ষই জিততে মরিয়া

Afghanistan face India in the Super Eight on Thursday
Afghanistan face India in the Super Eight on Thursday

 

বার্বাডোজ, ২০ জুন: বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের দ্বিতীয় দিনে মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। গ্রুপ পর্বের দুর্দান্ত পারফরমেন্স সুপার এইটে ধরে রাখতে মরিয়া দু’দল। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৮টা। গ্রুপ পর্বের চারটি ম্যাচের তিনটি ম্যাচ জিতেছে ভারত। আয়ারল্যান্ডকে হারিয়েছে ৮ উইকেটে।পাকিস্তানের বিপক্ষে জিতেছে ৬ রানে। তৃতীয় খেলায় যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে। কানাডার বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইট নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

ভারত গ্রুপ পর্বে ব্যাট-বল হাতে ভাল পারফরমেন্স করেছে। তবে বোলারদের পারফরমেন্স চোখে পড়ার মত। জসপ্রিত বুমরাহ-হার্ডিক পান্ডিয়ারা দুর্দান্ত বল করেছেন।

সুপার এইট শুরুর আগে ভারত অধিনায়ক রোহিত বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। দলের প্রত্যেকেই বিশেষ কিছু করতে চায়।’এদিকে ছন্দে আছে আফগানিস্তানও। উগান্ডা, নিউজিল্যান্ড ও পাপুয়া নিউ গিনি, এই তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে তারা। তবে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় (১০৪) ব্যবধানে হেরে গ্রুপে রানার্স-আপ হয়েছে আফগানিস্তান।

আফগানিস্তানের ব্যাটিং বোলিং দুই বিভাগই ভালো খেলছে। তাদের ওপেনিং জুটি রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দারুন খেলছেন। এখন পর্যন্ত ৪ ইনিংসে গুরবাজ ১৬৭ ও জাদরান ১৫২ রান করেছেন। শুধু তাই নয় চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও গুরবাজ।

আর বোলিংয়েও এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট পেয়েছেন আফগান পেসার ফজলহক ফারুকি। ৪ ইনিংসে ৮০ রানে ১২ উইকেট নিয়েছেন তিনি।

গ্রুপ পর্বের পারফরমেন্স সুপার এইটেও দেখাতে চান আফগান অধিনায়ক রশিদ খান। তিনি বলেছেন, ‘গ্রুপ পর্বে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আশা করি সতীর্থরা নিজেদের সেরাটা ধরে রাখবে সুপার এইটেও।' তবে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক রশিদ খান। তিনি বলেছেন, ‘ভারতের বিপক্ষে আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারন তারা বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা দল।'

পরিসংখ্যান কি বলছে? এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দুটি দল আটবার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত জয় পেয়েছে ৭বার। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে আফগানিস্তান তিনবার খেলে তিনবারই হেরেছে।

You might also like!