Game

1 day ago

Asian Champions : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল: মঙ্গলবার ভারত মুখোমুখি চিনের

Asian Champions
Asian Champions

 

হুলুনবুর, ১৭ সেপ্টেম্বর: আর কয়েক ঘণ্টার মধ্যেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ফাইনালে স্বাগতিক চীনের মুখোমুখি হবে। মঙ্গোলিয়ার হুলুনবুরে হবে ম্যাচটি। এই ম্যাচ জিততে পারলেই ভারত এশিয়ার সেরা হবে।


টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল ভারত সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয়লাভ করে ফাইনালে উঠেছে।


অন্য সেমিফাইনালে চিন পাকিস্তানকে শুটআউটে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো চিন ফাইনাল খেলবে।


২০১১ থেকে হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে। প্রথম বছরেই চ্যাম্পিয়ান হয়েছে ভারত। এখন পর্যন্ত মোট ৭ বার খেলা হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত জিতেছে চারবার (২০১১, ২০১৬, ২০১৮ ও ২০২৩) আর রানার্স আপ হয়েছে একবার (২০১২)। পাকিস্তান জিতেছে ৩ বার (২০১২, ২০১৩, ২০১৮)। ২০১৮ সালে ভারত ও পাকিস্তান যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়।


দুই দলের হেড টু হেড রেকর্ড:


ভারত জিতেছে: ১৭ বার।


চিন জিতেছে : ৩ বার।


অমীমাংসিত : ৩ বার।


এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বিকেল ৩.৩০ মিনিটে শুরু হবে।

You might also like!