Game

1 day ago

Double hundred in a T20: টি-২০ তে ডাবল সেঞ্চুরি, ডাচ অধিনায়কের এক ইনিংসে ২৩ ছক্কা ও ১৪ চার!

Netherlands captain Scott Edwards
Netherlands captain Scott Edwards

 

ভিক্টোরিয়া, ১৩ ডিসেম্বর  : টি-২০ তে এক অসাধারণ নজির গড়লেন নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। তিনি টি-২০ তে ডাবল সেঞ্চুরি করলেন। অস্ট্রেলিয়ার একটি টি-২০ টুর্নামেন্টে মাত্র ৮১ বলে ২২৯ রানের ইনিংস খেলে সাড়া ফেলে দিয়েছেন অ্যাডওয়ার্ডস। তবে স্বীকৃত টি-২০ না হওয়ায় স্কট অ্যাডওয়ার্ডসের অবিশ্বাস্য ইনিংসটি রেকর্ড বুকে জায়গা পাচ্ছে না। অস্ট্রেলিয়ার ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডে ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে ঝড় তুলেছিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক অ্যাডওয়ার্ডস। উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে ওপেনিংয়ে নেমে ২৩ ছক্কা ও ১৪ চারে খেলেছেন এমন বিধ্বংসী ইনিংস। ডাবল সেঞ্চুরি ছাড়ানো ইনিংসটার স্ট্রাইকরেট ২৮২.৭১!

You might also like!