Festival and celebrations

7 hours ago

Durga Puja 2025: নিজের পাড়া বলরাম ঘোষ স্ট্রিটের পুজোয় এবারের থিম বীরেন্দ্রকৃষ্ণ

Durga Puja
Durga Puja

 

কলকাতা : উত্তর কলকাতা সর্বজনীন দুর্গোৎসবে এবার থিম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পুজো এবার পা দিল ৯৪ বছরে। বিগত ৯৩ বছর ধরে সাবেকি পুজো করে এসেছে উত্তর কলকাতার এই পাড়া। এবার তারা থিমের দুনিয়ায়। কী হতে পারে থিম? বেশিক্ষণ ভাবতে হয়নি বলরাম ঘোষ স্ট্রিটের পুজোর সদস‌্যদের।

উত্তর কলকাতার এ এলাকা পড়ে কলকাতা পুরসভার দশ নম্বর ওয়ার্ডের মধ্যে। শ‌্যামবাজারের গলির গলি তস‌্য গলি পেরিয়ে ৩০বি রামধন মিত্র লেন। এখানেই মোহাবিষ্ট কণ্ঠের জনকের জন্ম। তার গা লাগোয়া রাস্তায় পুজোর আয়োজন করে উত্তর কলকাতা সর্বজনীন। কণ্ঠের মালিকের নামাঙ্কিত বীরেন্দ্র মঞ্চেই বসেন দশভুজা।

শহরজুড়ে থিম মানেই বিলিতি সব স্থাপত‌্য। অন‌্যপথে বীরেন্দ্রকৃষ্ণর পাড়া।‘‘অন‌্য কিছু থিম হতে পারে?’’ প্রশ্ন ছুড়েছেন পুজোর অন্যতম উদ্যোক্তা শুভাশিস শুভাশিস চক্রবর্তী। ‘‘কিছু মানুষ এমন থাকেন, যাঁদের চেহারা মুছে গেলেও চিরস্মরণীয় হয়ে থাকে কণ্ঠ। তেমনই একজন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।’’

You might also like!