Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Durga Puja Spl Boozy Chocolates: সুরাপ্রেমীদের জন্য সুখবর!পুজোর আগেই বাজারে আসছে "বুজি", কী স্পেসাল থাকছে এতে জানেন কী?

Boozy Chocolate (Collected)
Boozy Chocolate (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর সন্ধ্যা মজলিশে অনেকেই একটু আধটু হার্ডড্রিঙ্ক নেতে পছন্দ করেন, আর সেই মজলিশ যদি হয় বন্ধুদের তবে তো কথাই নেই বন্ধু আপনি আর একটা সাবিকে সুরাপাত্রে খনিক ভিন্ন স্বাদের সুরা, নিমেশেই  জমে যাবে তিন ইয়ারি কথা। 

হুইস্কি, বিয়ার, ভদকা কিংবা রাম পুজোর বাজারে সব ধরণের মদেরই  চাহিদা নেহাতই কম থাকে না। তবে অনেকেই আছেন যারা নিত্য নতুন লিকার খেতেও পছন্দ করে। তাদের জন্য বাজারে আসছে একদম অন্য রকমের মদ। এই মদ চকলেটে ভরা থাকবে। ফলে আপনি চকলেটের মিষ্টি স্বাদের সঙ্গে লিকারের আনন্দ নিতে পারবেন।

মদ যুক্ত চকলেটের একটি সীমিত সংস্করণ আনতে চলেছে চিনের বিলাসবহুল মদ প্রস্তুতকারক "কুইচো মাউতাই"। এই পদক্ষেপের লক্ষ্য হল অল্প বয়স্ক ভোক্তাদের আকৃষ্ট করা। এই মদ ভরা বিশেষ চকলেট মার্স ইনকর্পোরেটেড-এর সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাজারে আনা হচ্ছে।মদ সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে বাজারে বুজি চকলেট বিক্রি নিশ্চিত করবেন। 

উল্লেখ্য, গত বছর, মাউতাই একটি দুগ্ধ কোম্পানী এর সঙ্গেও সহযোগিতা করেছিল এবং অ্যালকোহল যুক্ত আইসক্রিম চালু করেছিল যা চিনা ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এটি ছিল মাউতাই এর সহযোগিতা যাত্রার সূচনা। তবে এই বিশেষ চকলেট চিনের বাইরে অন্য কোনও দেশে বিক্রি হবে কি না তা জানা যায়নি।

You might also like!