Festival and celebrations

2 hours ago

Durga Puja 2024: মহাষষ্ঠীতে দেবীর বোধন, কল্পারম্ভের মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা

Durga Puja 2024
Durga Puja 2024

 

কলকাতা, ৯ অক্টোবর : শারদীয়া দুর্গোৎসবের বুধবার মহাষষ্ঠী। তিথি অনুযায়ী অবশ্য পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী শুরু হয়ে যায় মঙ্গলবারই। বুধবার সকালে সপ্তমী তিথিও শুরু হয়ে গিয়েছে। গত সন্ধ্যাতেই অনেক জায়গাতেই হয় বোধন। বুধবার ভোর থেকে বেলুড় মঠ-সহ বিভিন্ন মণ্ডপে শুরু হয় কল্পারম্ভ। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

এদিকে আনুষ্ঠানিক ভাবে পুজো শুরু না হলেও, নামকরা মণ্ডপগুলিতে উদ্বোধন হয়ে যাওয়ায় প্রতিমা দর্শনের জন্য পঞ্চমীতেই ছিল নজর কাড়া ভিড়। সেইসঙ্গে রাস্তাঘাট, বাস, মেট্রো এবং লোকাল ট্রেনেও ভিড় উপচে পড়ে। বুধবারও সকালেই অনেকে বেরিয়ে পরেছেন ঠাকুর দেখতে। জেলার নামকরা মণ্ডপগুলিতেও প্রতিমা দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছে।

You might also like!