দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনুরাগীদের আবদার মেটাতে গিয়ে অনেকসময়ই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় অভিনেতা ওঁ অভিনেত্রীদেরকে। আর মালাইকাকে ঘিরে ঠিক এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
যেখানে মালাইকার কোমরে হাত দিয়ে বসে এক পুরুষ অনুরাগী। যদিও গোটা ব্যাপার বেশ শান্তভাবে সামলাতে দেখা গেল মাল্লাকে। লাল রঙের শাড়িতে সেজেছিলেন মালাইকা। কার্ভি ফিগার ফুটে উঠছিল শাড়ির ফাঁক থেকে। খোলা চুল। অভিনেত্রীকে সামনে দেখে ছবির আবদার করেন এক তরুণ। যদিও সে বিশেষভাবে সক্ষম। সেই ভক্ত পাশে এসে দাঁড়িয়ে কোমরে হাত দেন মালাইকার। অভিনেত্রীর চোখেমুখে অস্বস্তি ফুটে উঠলেও, মুখে হাসি ধরেই রেখেছিলেন।
এরপর দেখা যায় ছবি তোলা হয়ে গেলে, নিজের এক নিরাপত্তারক্ষীর দিকে হাত দিয়ে ইশারা করেন। আর সেই ব্যক্তি এসে হাত সরিয়ে দেন ওই তরুণের। মালাইকার এই ব্যবহার মন জিতে নিয়েছে নেটপাড়ার। ভিডিয়ো নিমেষে ভাইরাল।
নেটিজেনরা তারিফ করেছেন মালাইকারই। একজন লিখলেন, ‘এই ছেলেটা হয়তো না বুঝেই করেছে। কাজটা অবশ্যই ভুল। কিন্তু শারীরভাবে প্রতিবন্ধি ছেলেটার সঙ্গে যে তা সত্ত্বেও এত মিষ্টি ব্যবহার করল, তা প্রমাণ করে মালাইকা কতটা ক্লাসি।’ আরেকজন লিখলেন, ‘আর ট্রোল করব না মালাইকাকে। ও আমার মন জয় করে নিল।’