দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিক বছরগুলোতে অল্প বয়সে হার্ট অ্যাটাকের ঘটনা বেড়ে চলেছে। গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এরকমই হৃদরোগে আক্রান্ত হয়েছেন একাধিক বলিউড অভিনেতা। শ্রেয়সের আগেও এমন অনেক সেলিব্রিটি আছেন যাদের বয়স ৫০ পেরোয়নি তবুও হৃদরোগের শিকার হয়েছেন।
১৪ ডিসেম্বরের ঘটনা। হৃদরোগে আক্রান্ত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তালপাড়ে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শ্যুটিং থেকে ফিরে আসার পরই অসুস্থবোধ করতে শুরু করেন অভিনেতা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা। সেদিন রাতেই শ্রেয়সের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনও ৪৭ বছর বয়সে হার্ট অ্যাটাকের শিকার হন।