Entertainment

2 days ago

Abhishek Bachchan—Aishwarya Rai: জুনিয়র বচ্চন দম্পতির সম্পর্কের রহস্য—অভিষেক জানালেন সব গুঞ্জন ভুয়ো, সম্পর্ক অটুট

Aishwarya Rai and Abhishek Bachchan shared a sweet picture with Aaradhya
Aishwarya Rai and Abhishek Bachchan shared a sweet picture with Aaradhya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জুনিয়র বচ্চন দম্পতি অভিষেক-বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের দাম্পত্য জীবন কয়েক বছর ধরেই নেটিজেন ও মিডিয়ার চর্চার বিষয়। যদিও মাঝে মাঝে উভয়কে একসঙ্গে এক ফ্রেমে দেখা গেছে, তবে ডিভোর্স গুঞ্জনের সূত্রপাত সর্বদাই অব্যাহত।

গত দু বছর ধরে বচ্চন পরিবারে ফাটলের জল্পনা চলছে। শোনা যায়, ননদ শ্বেতা এবং শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোনো মতের অমিলের কারণে ঐশ্বর্য রাই বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণেই এই বিতর্ক উত্থাপিত হয়েছে বলেও খবর। এ অবস্থায়, বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে জুনিয়র বচ্চন দম্পতির আলাদা উপস্থিতি গুঞ্জনকে আরও বাড়িয়ে তোলে। তাছাড়া, সম্প্রতি অভিষেক একটি বিবাহবিচ্ছেদ সংক্রান্ত পোস্টে লাইক দেওয়ায় দাবানল গতিতে গুঞ্জন ছড়িয়ে পড়ে, যেখানে বলা হচ্ছে, অভিনেতা হয়তো ডিভোর্সের খবরে সিলমোহর দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক গুঞ্জনের সত্যতা স্পষ্ট করে বলেছেন, “আপনি তারকা হলে মানুষ আপনার ছোটখাট বিষয়কে গুরুত্ব দেয়। তাই যা সমস্ত আমাদের বিষয়ে লেখা হয়েছিল, সেগুলো সবটাই ভুয়ো। কোনওটারই কোনও ভিত্তি নেই। ইচ্ছে করে আমাদের সম্পর্ককে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই যেমন আমাদের বিয়ের আগে বিয়ের দিনক্ষণ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে বিয়ের পর দেখলাম, আমাদের কবে বিচ্ছেদ হচ্ছে, সেটাও ওরাই জানিয়ে দিচ্ছে। এগুলো সব বাজে কথা। ঐশ্বর্য আমার সত্যিটা জানে, আর আমি ওঁরটা। আমরা একে-অপরের কাছে পরিস্কার। আমরা দুজনেই এমন পরিবারের সন্তান যেখানে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়। আর সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”

অভিষেক জানিয়েছেন, কন্যা আরাধ্য এসব গুজবের ব্যাপারে সচেতন নন। এপ্রসঙ্গে অভিষেক জানালেন, “আরাধ্য ভীষণ ম্যাচিওর। আর ওর মা ওকে খুব ভালো মানুষ করেছে। আমার মনে হয় না, মেয়ে এসব বিষয়ে কিছু জানে। কারণ এসব খবর আরাধ্যাকে বিচলিত করে না। তাছাড়া ওর বয়স সবে এখন ১৪। ওর হাতে ফোনও নেই।”  


You might also like!