Entertainment

7 months ago

Kumar Sahni: প্রয়াত প্রখ্যাত পরিচালক কুমার সাহনি, চলচ্চিত্র জগতে শোকের ছায়া

Kumar Sahni (File Picture)
Kumar Sahni (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক কুমার সাহনি প্রয়াত হয়েছেন। ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 'মায়া দর্পণ', 'তরঙ্গ', 'খেয়াল গাথা' এবং 'কসবা' চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। নির্দেশনার পাশাপাশি তিনি একজন লেখক এবং শিক্ষক হিসাবেও তাঁর ছাপ রেখেছিলেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র মহলে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানের লারকানায় চলচ্চিত্র পরিচালক তথা লেখক কুমার সাহনির জন্ম হয়েছিল। পরে তাঁর পরিবার মুম্বইয়ে স্থায়ীভাবে থাকতে শুরু করে। তিনি রবার্ট ব্রেসনের চলচ্চিত্র ইনে ফেমমে ডাউস-এর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। নির্মল ভার্মার গল্প অবলম্বনে কুমার শাহানির 'মায়া দর্পণ' চলচ্চিত্র হিন্দিতে শ্রেষ্ঠ ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। কুমার 'তরঙ্গ', 'খেয়াল গাথা', 'কসবা' এবং 'চার অধ্যায়'-এর মতো ব্লকবাস্টার ছবি পরিচালনা করেছিলেন। কুমার শাহানি ১৯৮৯ সালে "খেয়াল গাথা" এবং ১৯৯১ সালে "ভাবনাথারণ" সিনেমা তৈরি করেন। ১৯৯৭ সালে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের 'চার অধ্যায়' উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। কুমারের মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

You might also like!