Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Entertainment

7 months ago

Pushpa 2 review: 'পুস্পা দ্য রুল' কেমন হল? দুর্দান্ত কিছুর সাক্ষী থাকবে কি দর্শকমহল? জেনে নিন রিভিউ!

PUSHPA 2
PUSHPA 2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ৩ বছরের অপেক্ষার অবসান। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'পুষ্পা ২: দ্য রুল'। গতকাল প্রকাশিত হয়েছে ছবির প্রিমিয়ার, খুব সহজেই বলা যায় এই ছবিকে ঘুরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। আল্লু অর্জুনের সিনেমা 'পুষ্পা ২ দ্য রুল' ভক্তদের উন্মাদনা নজর কাড়ার মতো। ছবির প্রিমিয়ারে গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ অল্লু অর্জুন উপস্থিত হলে থিয়েটারের সামনে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ইতিমধ্যে হায়দ্রাবাদে ঘটে যায় ভয়াবহ ঘটনা। গতকালই হায়দ্রাবাদের 'সন্ধ্যা' থিয়েটারের বাইরে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা। পদপিষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাঁর সন্তান। আহত বহু মানুষ। ভিড় সামলাতে বেশ বেগ পায়  পুলিশ।   

'পুষ্পা ২: দ্য রুল' ছবিটিতে আল্লু অর্জুন ছাড়াও রয়েছেন রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল। ছবিটির পরিচালনা করেছেন সুকুমার। প্রচুর পরিমাণে লাল চন্দন পাচার করে, পুষ্পরাজ (আল্লু অর্জুন) পুষ্পা -দ্য রাইজ-এ 3 বছরের জন্য শ্রমিক ইউনিয়ন সিন্ডিকেটের সভাপতির পদে বসেছিলেন এবং তিনি তার বান্ধবী শ্রীবল্লীকে (রশ্মিকা মান্দানা) বিয়ে করে একটি সুখী সমাপ্তি পান। কিন্তু সেই সময়ে, তার নতুন শত্রু ইন্সপেক্টর ভানওয়ার সিং শেখাওয়াত (ফাহাদ ফাসিল)ও প্রস্তুত হয়েছিলেন এবং এই প্রতিশোধের গল্প পুষ্পা 2-এ দেখানো হয়েছে। 

পুষ্পারাজের শক্তিশালী এন্ট্রি দিয়ে শুরু হয় ছবিটি। আল্লু অর্জুন পুরো ছবিতে দুর্দান্ত অ্যাকশনের আকারে তার আকর্ষণ ছড়িয়েছেন। 

পুষ্পা ২-এর মাধ্যমে, সুকুমার আবারও প্রমাণ করেছেন যে তাকে এমনি এমনি দক্ষিণ সিনেমার একজন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা বলা হয় না।

এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন, "#পুষ্পা ২ চলচ্চিত্রটি প্রথম অংশের একটি যোগ্য সিক্যুয়েল। অ্যাকশন, নাটক, আবেগ সবকিছুতে ভরা।" 

"শুধু অল্লুই নন, প্রশংসা কুড়িয়েছেন, ছবির খলনায়ক ফাহাদ ফাসিলও। দর্শকদের উত্তেজনা ধরে রেখেছেন তিনি। এক দর্শক এক্স হ্যান্ডেলে লেখেন, #Pushpa2TheRule-এ ভানওয়ার সিং শেখাওয়াত IPS-এর ভূমিকায় #FahadhFasil!অতুলনীয় স্ক্রীন প্রেজেন্স। #Fafa-র এন্ট্রিতে হলজুড়ে উন্মাদনা দেখা গেছে।"

ভক্তরা বিশ্বাস করেন ':পুষ্পা দ্য রুল' ১০০০ কোটির ব্যবসা করবে। নির্মাতাদের মতে, ছবিটি একটু বড় হলেও ভক্তরা একেবারেই বিরক্ত বোধ করবেন না। এক কথায় ছবিটি দেখে পয়সা উঠে আসবে৷ ফলে উইকেন্ডে অভূতপূর্ব সাড়া পড়বে বলে মনে করা হচ্ছে৷


You might also like!