Entertainment

2 weeks ago

Deepika Padukone :কনসার্টের মাঝপথে হঠাৎ হাজির দীপিকা

Deepika Padukone
Deepika Padukone

 

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর : গত সেপ্টেম্বরে প্রথম সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এরপর সেভাবে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সন্তান দুয়াকে নিয়ে ব্যস্ত সময় কাটছে। কন্যা জন্ম হওয়ার পর নতুন জীবনে মানিয়ে নিতে তিনি যে হিমশিম খাচ্ছেন, সে কথাও অকপটে জানিয়েছিলেন। তবে এবার হঠাৎ দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়ে চমকে দিলেন অভিনেত্রী! 

গত শুক্রবার দীপিকার নিজের শহর বেঙ্গালুরুতে কনসার্টে গান করেন দিলজিৎ। সেই মঞ্চে উঠে পাঞ্জাবি শিল্পীর সঙ্গে তাল মেলান দীপিকা। ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও টি–শার্টে এসেছিলেন অভিনেত্রী। খোলা চুল। গয়না বলতে কানে দুল ও হাতে ঘড়ি। তাঁর সাজ ও ব্যক্তিত্বে কোনো দিনই অতিনাটকীয়তা নেই।

মন খারাপের কথা নির্দ্বিধায় বলেছেন তিনি। আবার আনন্দে দুই হাত মেলে নেচেছেন। ঠিক একইভাবে তিনি ধরা দিলেন দিলজিতের অনুষ্ঠানে। পাঞ্জাবি শিল্পীর গানের সঙ্গে দীপিকার নাচ এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।দিলজিতের অনুষ্ঠানে দীপিকা হাজির হতেই মুহূর্তে শ্রোতাদের মধ্যে আলোড়ন পড়ে যায়। দীপিকাকে কখনো মঞ্চের পেছনে, কখনো শ্রোতাদের মধ্যেও নাচতে দেখা যায়। মঞ্চে উঠে দিলজিতের সঙ্গে নাচার পাশাপাশি পাঞ্জাবি শিল্পীকে কন্নড় ভাষাও শেখান অভিনেত্রী।

দীপিকাকে দেখে আনন্দিত দিলজিৎ বলেন, ‘কত ভালো ভালো কাজ করেছেন। বড় পর্দায় তাঁকে আমরা দেখেছি। কখনো ভাবিনি, এত কাছ থেকে তাঁকে দেখব। কী মিষ্টি মানুষ! নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করেছেন। তাঁকে অনেক ভালোবাসা। আমার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।’


You might also like!