Entertainment

1 year ago

Devlina-Debasish: আদুরে মেয়ের প্রিয় বাবা! বাবার জন্মদিনে ছবি পোস্ট দেবলীনার

Devlina with her father Debasish (File Picture)
Devlina with her father Debasish (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সব মেয়েরাই তাঁর বাবার কাছে খুব আদরের হয়ে থাকে। মেয়েরা যা বলে তা হাসি মুখে করেন বাবারা। হয়তো মেয়েদের প্রতি বাবাদের ভালোবাসা ও স্নেহ থেকেই তাঁরা এমনটা করে থাকেন। আর এরকমই এক বাবা ও মেয়ের আদুরে ভালোবাসার ছবি সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করলেন অভিনেত্রী দেবলীনা। 

দেবলীনার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বাবার সঙ্গে ট্র্যাম্পোলিনের উপরে বসে আছেন তিনি। দেবাশিসবাবু পরে আছেন সাদা-কালো শার্ট। আর দেবলীনা পরেছেন গ্রে রঙের সোয়েটার আর নীল জিন্স। দুজনের মুখেই গালভরা হাসি।

বাবার এই ছবিখানা শেয়ার করে দেবলীনা লিখলেন, ‘এই ছবিটাই অনেক কথা বলে। বাবা ট্র্যাম্পোলিনের উপর উঠেছিল কারণ আমি বলেছিলাম, আর আমার জন্মদিন ছিল। এই জন্যই তুমি আমার বাবা। শুভ জন্মদিন বাবা।’

বাবার সঙ্গে বন্ডিং শেয়ার করে নিয়েছিলেন দেবলীনা দিদি নম্বর ১ শো-তে এসেও। সেখানে মা দেবযানী কুমারের সঙ্গে এসেছিলেন তিনি। রচনার কাছে অভিযোগ জানিয়ে বলেছিলেন, নিজের সবটুকু এনার্জি জিম আর সাইকেলিং করতেই খরচা করে দেন দেবলীনা। আদতে দেবলীনা নাকি ভীষণ কুঁড়ে, সঙ্গে বাবার খুব আদুরেও। এক গ্লাস জলও নিজে নিয়ে খায় না। সেটাও বাবাকে মুখের সামনে দিতে হয়। 

একবার একথা নিজেও লিখেছিলেন দেবলীনা সোশ্যালে। বাবাকে দিয়ে জিমে ঘাম ঝারানো করাচ্ছিলেন। মেয়ের সব নির্দেশ মেনে শরীরচর্চা করছিলেন দেবশিস। আর সেইসময় ভিডিয়োর ক্যাপশনে দেবলীনা লেখেন, ‘আমাদের সম্পর্কটা এইরকমই। আমি খুব আদুরে, আমি বাবাকে দিয়ে সব কাজ করাই। আর মজার ব্যাপার হল উনি কখনও আমাকে না বলেন না।’  

You might also like!