দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকরিনা কাপুর, তব্বু এবং কৃতি শ্যানন বড় পর্দায় উড়তে শুরু করেছেন শুক্রবার থেকে। সৌজন্যে 'লুটকেস' খ্যাত পরিচালক রাজেশ কৃষ্ণাণের ছবি ‘ক্রিউ’। কমেডিতে মোড়া এই ছবি প্রথম দিন থেকেই চালিয়ে ব্যাট করেছে বক্স অফিসে।
Sacnilk.com এর মতে বক্সঅফিসে সামগ্রিকভাবে সমস্ত হিন্দি ছবির সঙ্গে পাল্লা দিয়ে ২৬.৩৪ শতাংশ আয় করেছে, এবং প্রথম দিনে ৮.৭৫কোটি টাকা আয় করেছে। লং উইকএন্ড ফ্যাক্টর এবং অন্য কোন বড় বলিউড রিলিজ না থাকায়, সপ্তাহান্তে ক্রুর বক্স অফিসে আরও উঁচুতে উড়বে বলেই আশা সিনে বিশেষজ্ঞদের।
করিনা, তব্বু, কৃতি স্যানানের মতো স্টার কাস্ট বাদেও দিলজিৎ দোসাঞ্জ এবং কৌতুক অভিনেতা কপিল শর্মাও এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। 'ক্রু' বালাজি টেলিফিল্ম এবং অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশনস ব্যানারের অধীনে তৈরি।