চেন্নাই, ১৬ জানুয়ারি : জনপ্রিয় সঙ্গীত পরিচালক এ আর রহমান ভালো আছেন, এমনটাই জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। রবিবার এক্স হ্যান্ডেলে স্ট্যালিন লিখেছেন, "অসুস্থতার জন্য এ আর রহমানকে হাসপাতালে ভর্তি করার খবর শোনা মাত্রই আমি ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করি এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিই। তাঁরা বলেছেন, তিনি ভালো আছেন এবং শীঘ্রই বাড়ি ফিরে আসবেন।" উল্লেখ্য, বুকের ব্যথায় রবিবার সকালে অসুস্থ হয়ে পড়েন এ আর রহমান। চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয় জনপ্রিয় সঙ্গীত পরিচালক এ আর রহমানকে।
இசைப்புயல் @arrahman அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!
— M.K.Stalin (@mkstalin) March 16, 2025
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!