Entertainment

1 month ago

Meghanathan: বিনোদন জগৎ-এ আবারো দুঃসংবাদ, তারাদের দেশে জনপ্রিয় মালয়ালম অভিনেতা মেঘনাথন

Meghanathan
Meghanathan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিনোদন জগৎ-এ  একের পর এক মৃত্যু সংবাদ। পর পর বিদায় নিচ্ছেন বিনোদন জগৎ-এর জনপ্রিয় তারকারা। গোটা বিনোদন জগৎ-এ এখন শোকের ছায়া বর্তমান।

এমনই শোকার্ত পরিবেশে প্রয়াত হলেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা মেঘনাথন। তিনি 50 টিরও বেশি মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করেছেন। নারীত্বম,মেঘসন্ধেশম,

কথায়ারিয়াতে,স্নেহাঞ্জলি সহ নানান মেগা সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। ২০১৬ সালে নারীত্বম মেগা সিরিয়ালে সেরা চরিত্র অভিনেতা হিসেবে ফ্লাওয়ারস টিভি পুরষ্কারে ভূষিত হন। এছাড়াও তিনি তাঁর জীবদ্দশায় একাধিক ছবিতে অভিনয় দক্ষতার নজির সৃষ্টি করেছেন।

এদিন কেরালার কোঝিকোড়ের একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা এবং শোরানুর শহরে তার বাসভবনে তাকে দাহ করা হয়।

মেঘনাথন ফুসফুস সংক্রান্ত অসুস্থতার কারণে কোঝিকোড়ের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০। তাঁর মৃত্যুতে পরিবার থেকে গোটা বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

You might also like!