Entertainment

3 weeks ago

Celebrity Marriage : দ্বিতীয় বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অদিতি-সিদ্ধার্থ! রাজস্থানে রাজকীয় সাজে সম্পন্ন হলো শুভ পরিণয়

Aditi-Siddharth
Aditi-Siddharth

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আবারও এক বার বিয়ে। সম্পন্ন হল সাবেকিয়ানায় ভরপুর ঐতিহ্যপূর্ণ স্থানে। আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বার বিয়ে সারলেন অদিতি রাও হায়দারি সিদ্ধার্থ। রাজস্থানের ২৩৩ বছরে পুরনো আলিলা দুর্গে। যেখানে দাঁড়ালে চোখ টানে আরাবল্লী পাহাড়ের সৌন্দর্য। 

দীর্ঘ  দিনের সম্পর্কে রয়েছেন অদিতি-সিদ্ধার্থ! এবার সেই সম্পর্কে শিলমোহর পড়তেই খুশি তাঁদের অনুরাগীরা। চলতি বছরে সেপ্টেম্বর মাসে ঘরোয়া ভাবে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ৪০০ বছরের পুরনো শ্রী রঙ্গনায়িকা স্বামী মন্দিরে বিয়ে সেরেছিলেন তাঁরা। 

গ্রানাইটের টিলার উপর তৈরি বিষাণগড়ের আলিলা দুর্গ। সেখানেই সাদা ফুলের সমারহে সেজে উঠেছিল বিয়ের আসর। মুক্ত আকাশে প্রকৃতির মাঝে এক শুভ মুহূর্তের সাক্ষী ছিলেন উপস্থিত ব্যক্তিবর্গ। অদিতি নিজেকে সাজিয়েছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লাল লেহঙ্গায়। সঙ্গে মিনাকারি রত্নখচিত গয়না। হাতের তালুতে জ্বলজ্বল করছে আলতা রাঙানো চাঁদের নকশা। সিদ্ধার্থ সুপুরুষ সাদা রঙের শেরওয়ানিতে। সঙ্গে একই রঙের উত্তরীয়। 

বিয়ের মেনুতেও ছিল চমক। শেফ রণবীর ব্রার তত্ত্বাবধানে বিশ্বের নানা স্বাদের লোভনীয় খাবার তৈরি হয়েছিল।রাজস্থানি খাবারের উজ্জ্বল উপস্থিতি বেশ নজর কেড়েছে তা বলাই বাহুল্য। সব মিলিয়ে মায়াবী পরিবেশ রচিত হয়েছিল অদিতি- সিদ্ধার্থের দ্বিতীয় বিয়েতে।

You might also like!