Entertainment

2 weeks ago

Aparna Sen: ডকুমেন্টারির ভাবনায় অভিনেত্রী অপর্ণা সেন, ছবি পরিচালনায় বিশিষ্ট পরিচালক সুমন ঘোষ।

Aparna Sen
Aparna Sen

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বাঙালির মন ছুঁয়েছে সুমন ঘোষ পরিচালিত ‘কাবুলিওয়ালা’। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ছোটগল্পকে তিনি অন্যভাবে তুলে এনেছেন পর্দায়। এবার বাঙালির প্রিয় অভিনেত্রী অপর্ণা সেনের জীবন হতে চলেছে তাঁর পরবর্তী ছবির মূল বিষয়।

তথ্যচিত্রটি প্রসঙ্গে সুমন ঘোষ বলেন,‘বসু পরিবার’ছবিটি করতে গিয়ে অপর্ণা সেনের সঙ্গে আলাপ। কিন্তু ২০২১ সালে অভিনেত্রীর জন্মদিনে সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয় পরিচালক সুমন ঘোষের। তার পরেই সিদ্ধান্ত নেন,‘রিনাদি’কে নিয়ে তথ্যচিত্র তৈরি করবেন। পরের বছর তৈরি হয় ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’। দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে পাড়ি দেওয়ার পর তথ্যচিত্রটি আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখার সুযোগ পাচ্ছেন বাংলার সিনেপ্রেমীরা। তবে বৃহত্তর দর্শকের কথা মাথায় রেখে তথ্যচিত্রটি আগামী ৩ জানুয়ারি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন সুমন। তবে সেটা বড় পর্দায়। 

এই তথ্যচিত্রে প্রদর্শিত হয়েছে, অপর্ণা সেনের জীবন, তাঁর অগ্রগতির বিভিন্ন পর্যায়। কেবল অভিনেত্রীর জীবন নয়, এই ডকুমেন্টারিতে ফুটে উঠবে তাঁর পরিচালক-জীবনও। ‘মায়া লীলা ফিল্মস’নিবেদিত এই ছবির পোস্টার এঁকেছেন একতা ক্রিয়েটিভ টেলস।

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র "অরণ্যের দিনরাত্রি" (১৯৭০) সহ আরো অনেক চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। তাঁর অভিনীত, পরিচালিত প্রত্যেকটি ছবি বহু প্রশংসার আধিকারি। শুধু বাংলাতেই নয়, অপর্ণা সেন ছবি বানিয়েছেন হিন্দি এবং ইংরেজি ভাষাতেও। তাঁর অভিনয় দক্ষতা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে স্থানান্তরিত করেছে। 

সাধারণত, তথ্যচিত্র ওটিটি মাধ্যম বা চলচ্চিত্র উৎসবেই দেখে অভ্যস্ত দর্শক। সেখানে বড় পর্দায় ‘পরমা’কে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন সুমন। এখন দেখার এই তথ্যচিত্র   প্রেক্ষাগৃহে তার কাঙ্ক্ষিত দর্শক খুঁজে নেয় কিনা! 

You might also like!