Country

3 weeks ago

Safe Countries for Women:নির্যাতনের ভয় ছাড়াই অবাধে দেশে নারীরা ঘুরে বেড়াতে পারেন! জানেন নারীরা নিরাপদ কোন দেশে?

Safe Countries for Women
Safe Countries for Women

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গত ৯ আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। শুধু রাজ্য নয়, গোটা দেশ অপরাধীদের বিচারের দাবিতে ফুঁসছে। তবে বঙ্গে এই ঘটনা প্রথম নয়।

নির্ভয়া, কামদুনির মতো একাধিক ঘটনা ঘটেছে এই রাজ্যে। সেই সঙ্গে উত্তর প্রদেশ , উত্তরাখণ্ড সহ বিভিন্ন রাজ্যেও মহিলাদের ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। তবে এর শেষ হবে কবে? কবে মহিলারা নিরাপদে বোধ করবেন? এই প্রশ্নই এখণ ঘুরছে প্রতিটি মানুষের মুখে মুখে। তবে বিশ্বে এমন একটি দেশ আছে, যেখানে মেয়েরা সর্বদাই নিরাপদ। সম্প্রতি সমীক্ষার নিরিখে উঠে এসেছে সেই দেশের নাম।

এই দেশের নাম হল নরওয়ে। গত দুই বছর ধরে বার্ষিক শান্তি সূচকে নরওয়ে ধারাবাহিকভাবে তার শীর্ষস্থানীয় অবস্থান বজায় রেখেছে। নরওয়ের নারীরা প্রাণভয়ের বোঝা ছাড়াই দিনে হোক বা রাতে, শহরের রাস্তায় আত্মবিশ্বাসের সাথে ভ্রমণ করার স্বাধীনতা রয়েছে। কঠোর গার্হস্থ্য সহিংসতা আইন এবং প্রচলিত সাংস্কৃতিক মনোভাব রয়েছে যা সম্মিলিতভাবে সম্পর্কের মানের জন্য একটি উচ্চ মাপকাঠি স্থাপন করে, নরওয়েতে সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার নীতির প্রচার করে। নরওয়েজিয়ান নারীদের শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে ন্যায্যতা এবং ক্ষমতায়নের পরিবেশ রয়েছে। তারা সমান সুযোগ উপভোগ করে এবং বৈষম্য এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা থেকে উপকৃত হয়।

You might also like!