Country

3 months ago

Ashwini vaishnaw : প্রতিটি সমাজ ও সরকার এআই থেকে উদ্ভূত ঝুঁকি অনুভব করছে : অশ্বিনী বৈষ্ণব

Ashwini vaishnaw (symbolic picture)
Ashwini vaishnaw (symbolic picture)

 

নয়াদিল্লি, ৩ জুলাই ঃ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার নতুন দিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ইন্ডিয়া সামিটের উদ্বোধন করেছেন। দু''দিনের এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, যথার্থ প্রয়োগ ও প্রতিভার উন্মেষে সাহায্যের পাশাপাশি কৃত্রিম মেধা উদ্ভাবনের বিস্তার ক্ষেত্র নিয়ে উপস্থিত সদস্যরা বক্তব্য রাখবেন। বুধবার এই সম্মেলনে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রতিটি সমাজ ও সরকার এআই থেকে উদ্ভূত ঝুঁকি অনুভব করছে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সাম্প্রতিক সাধারণ নির্বাচনে আমরা দেখেছি কীভাবে বিভ্রান্তি, ভুল তথ্য এবং ভুয়ো খবর বড় ঝুঁকি হতে পারে। সেই ঝুঁকি এআই-এর শক্তি দ্বারা বহুগুণ বেড়ে যায়। এমনটা শুধু যে আমরাই অনুভব করছি তা নয়, সমগ্র বিশ্ব একই অভিজ্ঞতা অর্জন করেছে। প্রতিটি সমাজ ও সরকার এআই-এর উপর ভিত্তি করে নতুন ঝুঁকি অনুভব করছে। বিভিন্ন সমাজ অত্যন্ত পদ্ধতিগত এবং চিন্তা-ভাবনার উপায়ে সাড়া দিচ্ছে... আমরা এআই-এর সম্ভাব্যতার দিকে নজর দেওয়ার সাথে সাথে আমাদের সম্মিলিতভাবে একটি উপায় বের করতে হবে।

You might also like!