Country

3 weeks ago

Tracker Vultures: বাংলাদেশ উড়ে এল ট্র্যাকার লাগানো শকুন! তবে কি এল সঙ্কেতবার্তা?

Tracker Vultures
Tracker Vultures

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বিগত কয়েক মাস ধরেই বাংলাদেশে চলছিল কোটা আন্দোলনের ঝড়। বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। বাংলাদেশে আন্দোলনের ঝড় দীর্ঘদিন ধরে চললে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতেও এই আঁচ পড়বে বলে জানিয়েছিলেন মহম্মদ ইউনুস। এবার সেই বাংলাদেশ থেকেই পশ্চিমবঙ্গে উড়ে এল ট্র্যাকার লাগানো শকুন। হাজারিবাগে এই শকুন উড়ে এসেছে বলে জানা গিয়েছে।

শকুনের পায়ে লেখা রয়েছে 'GPOBOX-2624, Dhaka, B67'। এছাড়াও, পাখির শরীরে একটি ট্র্যাকিং ডিভাইস পাওয়া গেছে। ডিভাইসে একটি নোট রয়েছে, যেখানে লেখা আছে, "যদি কেউ এই পাখিটির খোঁজ পান, তাহলে John.Malot@rspb.org.uk-এ যোগাযোগ করুন।" এই জন ম্যালোট সম্ভবত রয়্যাল সোসাইটি ফর প্রোটেকশন অফ বার্ডস-এর কোনও গবেষক হতে পারেন বলেই মনে করা হচ্ছে।

তবে বর্তমানে শকুনটি বনদফতরের তত্ত্বাবধানে রয়েছে। পাখিটির চিকিৎসা চলছে। একইসঙ্গে, এই ঘটনার তদন্তও শুরু হয়েছে। পুলিশ এবং বনদফতরের কর্মকর্তারা মিলে এই ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছেন বলেই সূত্রের খবর ।

You might also like!