Country

2 months ago

Narendra Modi :এবারের বাজেট বিকশিত ভারতের স্বপ্নপূরণে মজবুত ভিত হিসেবে কাজ করবে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২২ জুলাই : এবারের বাজেট বিকশিত ভারতের স্বপ্নপূরণে মজবুত ভিত হিসেবে কাজ করবে। আশা ব্যক্ত করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ''এটি অত্যন্ত গর্বের বিষয় যে, ৬০ বছর পর একটি সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এবং তৃতীয়বারের মতো প্রথম বাজেট পেশ করবে। এই বাজেট অমৃত কালের জন্য গুরুত্বপূর্ণ বাজেট। এই বাজেট আমাদের মেয়াদের পরবর্তী ৫ বছরের দিকনির্দেশনা নির্ধারণ করবে। এই বাজেট আমাদের 'বিকশিত ভারত'-এর স্বপ্নের একটি শক্তিশালী ভিত হয়ে উঠবে।"

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট তথা বাদল অধিবেশন। অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ''আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই শুভ দিনে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হচ্ছে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এখন সমগ্র দেশ সেদিকে তাকিয়ে আছে। এই অধিবেশন ইতিবাচক হওয়া উচিত।" প্রধানমন্ত্রী আরও বলেছেন, "আমি দেশের সমস্ত সাংসদদের অনুরোধ করতে চাই, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আমরা যে লড়াই করেছি, তা এখন শেষ হয়েছে, জনগণ নিজেদের জনাদেশ দিয়েছে। আমি সব দলকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের জন্য নিজেদের উৎসর্গ করতে এবং আগামী বছরগুলির জন্য সংসদের এই মর্যাদাপূর্ণ মঞ্চ ব্যবহার করার জন্য আবেদন জানাতে চাই। সবাইকে কৃষক, যুবসমাজ এবং দেশের ক্ষমতায়নের জন্য অংশগ্রহণ করা উচিত।"

You might also like!