Country

1 month ago

হাসপাতালের লিফটে প্রায় ২ দিন আটকে রোগী, তিন লিফট কর্মী বরখাস্ত কেরলে

hospital lift (symbolic picture)
hospital lift (symbolic picture)

 

তিরুবনন্তপুরম, ১৬ জুলাই : সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে হাসপাতালের লিফটে প্রায় ২ দিন (৪২ ঘণ্টা) আটকে ছিলেন এক ব্যক্তি। এই ঘটনায় তিরুবনন্তপুরম মেডিকেল কলেজ হাসপাতালের তিন কর্মীকে বরখাস্ত করল কেরলের স্বাস্থ্য দফতর। গাফিলতির অভিযোগে লিফট-ম্যান সহ তিন কর্মীকে বরখাস্ত করা হয় বলে মঙ্গলবার জানা গেছে।

প্রসঙ্গত, শনিবার তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজ হাসপাতালে এক্স-রে করাতে গিয়েছিলেন ৫৯ বছরের রবীন্দ্রন। এক্স-রে করিয়ে লিফটে চেপে একাই নামছিলেন রবীন্দ্রন। মাঝপথে লিফটটি আটকে যায়। প্রথমে ভেবেছিলেন ফের আবার চলতে শুরু করবে লিফট। কিন্তু তা হয়নি। সেখানেই থেমে থাকে লিফট। বারবার অ্যালার্ম বেল চেপেও কোনও লাভ হয়নি। যোগাযোগ করতে পারেননি হেল্পলাইনেও। এভাবেই ৪২ ঘণ্টা ওই লিফটে বন্দি ছিলেন তিনি। ফোন বন্ধ হয়ে যাওয়ায় কারও সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারেননি। দুদিন বাড়ি না ফেরায় থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর স্ত্রী। এরপরই হাসপাতালে গিয়ে লিফট থেকে রবীন্দ্রনকে উদ্ধার করা হয়।


You might also like!